দুপচাঁচিয়ায় ৩০লক্ষ শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

0
330

বিশেষ প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে একযোগে ৩০লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণকেন্দ্রের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে জাহানারা কামরুজ্জামান ডিগ্রী কলেজ চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, সুজ্জাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। এ উপজেলায় এ কর্মসূচীর আওতায় প্রায় ২হাজার ৫’শ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হবে।
অপরদিকে দুপচাঁচিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ব্যবসায়ী শাহীদুর রহমান কয়েন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here