দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা আছাব আলী সরদারের ইন্তেকাল

0
404

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার মাজিন্দা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আছাব আলী সরদার(৭৫) বাধ্যর্কজণিত কারণে মঙ্গলবার বিকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং সহযোদ্ধাদের রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজা অনুষ্ঠানে উপস্থিত থেকে ইউএনও শাহেদ পারভেজ, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই নাছির উদ্দিন, বগুড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার(দপ্তর) মুুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, আব্দুল মজিদ, আব্দুল করিম সরকার, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল হক, দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, ফসিউল আলম খান বাবু, অধ্যাপক আব্দুর রশিদ, আব্দুল মানিক খান, আশরাফ আলী, আবু মুসা, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান সহ এলাকার জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here