দুপচাঁচিয়ায় বোরো চাল সংগ্রহের উদ্বোধন

0
296

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় চলতি বোরো মৌসুমে সরকারি বরাদ্দের চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে চাল সংগ্রহের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুণ্ডু, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাত, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সহসভাপতি শিবেন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলী, সহকারী উপখাদ্য পরিদর্শক সূজা আহম্মেদ প্রমুখ। চলতি বোরো মৌসুমে উপজেলার চুক্তিবদ্ধ ৫’শ ৩১জন মিলারদের কাছ থেকে ২৫হাজার ৮’শ ৭৯ মে.টন চাল নেয়া হবে। এ চাল সংগ্রহ অভিযান ২মে হতে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here