দুপচাঁচিয়ায় বিএনপি ও যুবদলের তিনজন গ্রেপ্তার

0
188

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া থানা-পুলিশ বুধবার সন্ধ্যায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও যুবদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া উপজেলার পাঁচখুপি গ্রামের বিএনপির সদস্য হুমায়ুন সরদার(৩৩), উপজেলা সদরের মাস্টারপাড়া পৌর যুবদলের সদস্য হুমায়ুন কবির(২৮) ও বড় চাপড়া গ্রামের থানা যুবদলের সদস্য ছামসুল শাহ(৪৯)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব হোসেন মিন্টু ও দুপচাঁচিয়া পৌর মেয়র পৌর বিএনপির সহসভাপতি ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বেলাল হোসেনের নেতৃত্বে গ্রেপ্তার হওয়া বিএনপি ও যুবদলের সক্রিয় সদস্যরা উপজেলার চৌমুহনী বাজারের একটি চাতালে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫টি ককটেল, ১টি সামুরায়, ৩০টি গাছের লাঠি, ২ব্যাগ ইটের টুকরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ৩জন সহ পলাতক বিএনপি-জামায়াতের ৩১জনের নামে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩জনকে ৭দিনের রিমান্ডের আবেদন চেয়ে বৃহস্পতিবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here