দুপচাঁচিয়ায় তিনদিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

0
304

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৪র্থ জার্তীয় উন্নয়ন মেলা উদ্বোধন করেন। ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন অনুষ্ঠান শেষে এদিন দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) জেসমিন প্রধান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, এনামুল হক রানা, মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিমুনুর রহমান তালুকদার পলাশ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, আ’লীগ নেতা তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আব্দুল হাকিম, আলহাজ্ব শাজাহান আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলী সহ উপজেলার সরকারি সকল দপ্তর, উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ দুপচাঁচিয়া জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ। র‌্যালি শেষে মেলায় অংশগ্রহণকারী ৫৪টি স্টল অতিথিবৃন্দরা পরিদর্শন করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here