দুপচাঁচিয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

0
311

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকালে বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্স শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার, উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মন্ডল, ইউএনও শাহেদ পারভেজ, থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, ইউপি চেয়ারম্যান শাহ মো. আবদুল খালেক, তোজাম্মেল হোসেন তোজাম, মেহেরুল ইসলাম, শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস,এম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান সহ সকল সরকারি দপ্তর, এনজিও কর্মকর্তাবৃন্দ। মেলা চত্বরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় বিভিন্ন দপ্তরের ৪৩টি স্টল স্থাপন করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত মেলা প্রদর্শিত হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here