দুপচাঁচিয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0
281

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, টেকসই উন্নয়নের লক্ষমাত্রা সমূহ অর্জন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস ও গণযোগযোগ অধিদপ্তর বগুড়া এর উদ্যোগে গতকাল মঙ্গলবার মহিলা সমাবেশ ও আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও ডকুমেন্টারি চলচিত্র প্রদর্শন করা হয়েছে। উপজেলার হাটসাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমানের সভাপতিত্বে ও ঘোষক জুলফিকার মো. আব্দুর রউফের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইমরান মন্ডল, প্রধান শিক্ষক লায়লা আরজুমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আরিফ বিল্লাহ আরিফা খাতুন, শিক্ষক আব্দুল আলিম, শামীমা বেগম, জেলা তথ্য অফিসের সাউন্ড অপারেটর ফিরুজুল হক প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here