দুপচাঁচিয়ার গুনাহারে হাসনা-হায়দার ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত

0
212

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় গুনাহার ইউনিয়ন পরিষদের আয়োজনে জার্মান আ’লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজুর পৃষ্টপোষকতায় হাসনা-হায়দার ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ফ্রি মেডিসিন ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ। এ উপলক্ষে ২০এপ্রিল শুক্রবার সকালে গুনাহার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গুনাহার ইউপি চেয়ারম্যান ও বগুড়া জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ শাহ মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম সরওয়ার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, বগুড়া জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ হাসান আলী, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ পল্লব কুমার সেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুরজিত কুমার সরকার তিতাস, ডাঃ অসীম কুমার সাহা, ডাঃ নূর আলম নয়ন, ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, ডাঃ নাহিদ হাসান, ডাঃ ইমতিয়াজ আল সাফি, ডাঃ মাসতুরা আক্তার, ডাঃ মনিরুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান তালুকদার মুকুল, সুজ্জাত আলী, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা আহবায়ক আমিনুল ইসলাম মানিক, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, এনামুল হক রানা, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম জহুরুল ইসলাম খান মিলন, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, জিয়ানগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান এস,এম হেলাল মনোয়ার, গুনাহার ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া শহর যুবলীগ নেতা জহিরুল ইসলাম মানিক, শাহিন আলম, সোহাগ আহম্মেদ, পৌর যূবলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান বুলেট, বগুড়া জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মাহাবুব হোসেন মল্লিক প্রমুখ। এইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৩০জন মুক্তিযোদ্ধাসহ প্রায় এ ইউনিয়নের সাড়ে পাঁচ শতাধিক গরীব রোগীদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here