ত্রিদেশীয় সিরিজে টাইগারদের প্রধান কোচ কোর্টনি ওয়ালশ

0
322

খবর ৭১ঃ শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। জাতীয় দলেরনতুন কোচ নিয়োগ দিতে না পারায় আপদকালীনের জন্য কোর্টনি ওয়ালশকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

এর আগে ‘টেকনিক্যাল ডিরেক্টর’ হিসবে জাতীয় দলের কোচের কাজ চালিয়ে গেছেন খালেদ মাহমুদ সুজন। তার অধীনে ঘরের মাঠে ত্রিদেশীয়, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয় টাইগাররা।

দলের বাজে পারফরম্যান্সের কারণে কঠোর সমালোচনার মুখে পড়েন সুজন। আগামী ৮ মার্চ থেকে শ্রীলংকায় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন ওয়ালশ। এতদিন জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এই সিরিজে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সুজন। টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার আগে জাতীয় দলের ম্যানেজার হিসেবেই দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here