তুরাগ নদীতে ট্রলার ডুবে ১২ জন নিখোঁজ

0
332

খবর৭১ঃসাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে বালু বোঝাই কার্গোর ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন প্রায় ১২ জন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার রুস্তমপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুরে রওনা দেয়। পথে মাঝ নদীতে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই কার্গো-বার্জ ট্রলারটিকে ধাক্কা দেয়। এসময় ট্রলারে থাকা শিশুসহ সব আরোহী পানিতে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত ১৩ জনকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসতে সক্ষম হয়। পরে খবর পেয়ে টঙ্গী ও সাভার ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে।

এদিকে নিখোঁজদের সন্ধানে তীরে ভিড় জমিয়েছেন স্বজনরা।

নিখোঁজ মুদি দোকানি আরব আলীর বাবা খোরশেদ আলী জানান, তার ছেলে ট্রলারে উঠার পর তার সাথে কথা বলেছেন। এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পান তিনি।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here