তুরস্কে ‘স্থানীয় নির্বাচনে অদ্ভূত ভোটার তালিকা’, বিরোধীদের হৈচৈ

0
227

খবর৭১:তুরস্কে স্থানীয় নির্বাচনকে ঘিরে দেশটিতে ভোটার তালিকা প্রস্তুত করা হচ্ছে। তবে সেই তালিকায় অদ্ভূত কিছু বিষয় লক্ষ্য করা গেছে। যা নিয়ে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হৈচৈ শুরু হয়েছে।

ওই তালিকায় দেখা যাচ্ছে, এমন কিছু ভোটার আছেন যারা এই প্রথমবার ভোট দেবেন। কিন্তু তাদের বয়স ১০০ এর ওপর দেখানো হচ্ছে। একজন ভোটারের বয়স ১৬৫ বছর।

বিরোধীদলগুলো বলছে, তারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে যে একটি বিশেষ অ্যাপার্টমেন্টকে ঠিকানা হিসেবে দেখিয়ে এক হাজারেরও বেশি ভোটার তাদের নাম নিবন্ধন করিয়েছেন।

রাজনৈতিক দলগুলো বলছে, এই ভোটার লিস্টে নানা কারসাজি করা হয়েছে। বলা হচ্ছে, মার্চ মাসে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে হয়তো প্রেসিডেন্ট এরদোয়ানের একে পার্টি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

রিপাব্লিকান পিপলস পার্টি (সিএইচপি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) অভিযোগ করেছে, গত নির্বাচনে একে পার্টি যেসব এলাকায় সামান্য ভোটের ব্যবধানে হেরেছিল- সেই আসনগুলোতে এই অস্বাভাবিক ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here