তিন সিটিতে প্রতীক বরাদ্দ চলছে

0
225

খবর৭১ঃ রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। মঙ্গলবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

তিন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় থাকলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হবে। প্রতীক পাবার পর আজ রাত থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন।

মেয়র পদে দলীয় প্রার্থীদের প্রতীক নির্ধারিত থাকলেও স্বতন্ত্র এবং কাউন্সিলর প্রার্থীদের ভিন্ন ভিন্ন প্রতীক দেয়া হবে। এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।

রাজশাহী সিটিতে ৫ মেয়রসহ ২১৫ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিলেটে ৭ মেয়রসহ ১৯৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। আর বরিশালে চূড়ান্ত করা হয়েছে ৬ মেয়রসহ ১৩৫ জনকে। তিন সিটিতে ভোট হবে আগামী ৩০ জুলাই।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here