তালায় সিকান্দার মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিতঃ ১৫মার্চ মেলা শুরু

0
259

সেলিম হায়দারঃ সাতক্ষীরার তালায় কবি সিকান্দার আবু জাফর এর জন্মশতবার্ষিকী ও সিকান্দার মেলা-২০১৯ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকাল ৩টায় তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিক মোঃ মুশফিকুর রহমান মিল্টন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলার এনডিসি দেওয়ান আকরামুল হক, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা সাস পরিচালক ঈমান উদ্দিন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনা, বাবুরালী গাজী প্রমুখ ।
এসময় মেলা পরিচালনার লক্ষ্যে বাজেট প্রকাশ ও আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, কবি সিকান্দার আবু জাফর ছিলেন বাংলা সাহিত্যঙ্গনের উজ্জ্বল নক্ষত্র । কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চলা সিকানদার মেলায় কোন প্রকার অশ্লীল কিছু প্রদর্শন করা যাবে না। পরিচ্ছন্ন ভাবে মেলা পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কবি সিকান্দার আবু জাফরের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কবির স্মরণে ২০১৭ সাল থেকে সরকারি ভাবে কবির জন্মভিটা তেঁতুলিয়ায় গ্রামে অনুষ্ঠিত হয় সিকান্দার মেলা। প্রতিবারের ন্যায় এবার
মেলা ১৫ দিনব্যাপী চলার কথা থাকলেও অশ্লীলতার কারণে গতবছর প্রশাসন মেলাটি বন্ধ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here