তালায় শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

0
316

সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার শতদল মাধ্যমিক বিদ্যালয় একাডেমিক উর্দ্ধমুখী ২য় ও ৩য় তলার সম্প্রসারনে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ । স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশল মো. তানভীর ইসলাম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক এনামুল কবীর। অনুষ্ঠানের প্রথমে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামের পিতা আলহাজ্ব হাসান আলী সরদার মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন করেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৭০ লাখ ৫০হাজার টাকা বাজেটে তালা উপজেলার কলিয়া শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা ভিত্তি প্রস্তর  উদ্বোধন করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া শিশু উদ্যান কিন্ডার গার্ডেন স্কুলে বার্ষিক ক্রীড়া ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here