তামিমদের জন্য এবার মনোবিদ দেবে বিসিবি

0
600

খবর৭১ঃ ক্রাইস্টচার্চ হামলার থাবা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরা উপলক্ষে সোমবার (১৮ মার্চ) মিরপুরে দোয়া ও মিলাদের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তারা এখন ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেবেন। ক্রিকেটাররা চাইলে মনোবিদও নিয়োগ দেয়া হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমরা ইতোমধ্যে মানসিক ব্যবস্থা নেয়ার কথা ভেবেছি। সামনে বিশ্বকাপ, একজন মনোবিদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানা হবে, প্রত্যেক ক্রিকেটারকে এনালাইসিস করা হবে।’

ক্রিকেটারদের বিদেশ সফরকালে বাড়তি নিরাপত্তা বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তানে যখন মেয়েরা খেলতে গিয়েছিল তখন আমরা জাতীয় নিরাপত্তা পর্ষদের পরামর্শ নিয়েছিলাম। কিন্তু এখানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো জায়গায় নিরাপত্তা কিন্তু নামমাত্র। সেখানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্যও নিরাপত্তা নামমাত্র। একেক দেশে নিরাপত্তার ধারণা ভিন্ন।’

আগামী দিনে ক্রিকেটারদের বিদেশ সফরের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here