ঢামেকের অপারেশন থিয়েটারে শাহীন ও শাহরিন

0
228

খবর ৭১:নেপালে বিমান দূর্ঘটনায় আহত শাহীন বেপারি ও শাহরিন আহমেদকে সার্জারির জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

বুধবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ দুজন ছাড়াও কবির হোসেন নামে আরও একজনের অবস্থা সংকটাপন্ন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. ইমাম হোসেন বলেন, শাহরিন, শাহীন বেপারি ও কবির হোসেনের কয়েক ধাপে অপারেশন প্রয়োজন। শাহরিন ও শাহীন বেপারির প্রথম অপারেশন হবে। শাহীন বেপারির শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। শাহরিনের পুড়েছে ১৭ শতাংশ, ঘাড়ের নিচ থেকে পিঠসহ শরীরের বিভিন্ন অংশ। এদের মধ্যে ওজন বেশি থাকার কারণে শাহরিনের অপারেশন কিছুটা ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।

কবিরের দুই পায়ের হাড়ে মোট চারটি চিড় (ফ্র্যাকচার) হয়েছে, শরীর পুড়েছে ১৫ শতাংশ। কানেও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন ডা. ইমাম হোসেন।

জানা গেছে, বিমান দূর্ঘটনায় আহত আরও পাঁচজন ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। তারা হলেন কবির হোসেন, মেহেদী হোসেন মাসুম, আলিমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াত। তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here