ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যান

0
207

খবর৭১ঃ ঈদ যাত্রায় মঙ্গলবার ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে তা বাড়তে শুরু করেছে। মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে চলছে যানবাহন। এ কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (২১ আগস্ট) ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর, বাইখোলা, করাতিপাড়া, ভাককুড়া, তারটিয়া, বারনা বাইপাস ও এলেঙ্গাসহ বেশ কয়েক জায়গায় যানবাহন আটকে রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, মূলত বৃষ্টির পানির কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই যানজট নিরসন হবে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নির্মাণাধীন ৭০ কিলোমিটার চার লেনে উন্নতিকরণ এখনো শেষ হয়নি। তবে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ২৩ ব্রিজসহ চার লেন খুলে দেওয়ায় যানবাহনগুলো অনেকটাই স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে।

গত মঙ্গলবার বিকেলে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মহাসড়কের ২৩ ব্রিজ উদ্বোধন করেন।

উত্তরবঙ্গসহ ২৩টি জেলার মানুষ এ মহাসড়ক দিয়ে যাতায়াত করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here