ঢাকায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা শুরু

0
249

খবর৭১ঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দ দেয়ার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারপর্ব।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। ফলে আনুষ্ঠানিকভাবে তারাও প্রচার শুরু করবেন।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল, ড. ফেরদৌস আহমদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান বাঘ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান আম ও স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রহিম টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন। তবে কাউন্সিল পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের বলেন, সব প্রার্থী নির্বাচনের আচরণবিধি মেনে আজ থেকেই প্রচারে অংশ নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারি মধ্য রাত ১২টা পর্যন্ত প্রচার করা যাবে।

ডিএনসিসি ও ডিএসসিসিতে কাউন্সিলর প্রার্থী:
ঢাকা উত্তর সিটির ডিএনসিসিতে ২০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১২০ জন এবং ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৪ জন। বিপরীতে ডিএসসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১২৩ জন এবং ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলামসহ ৬ জন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী ববি হাজ্জাজ শনিবার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here