ড. কামাল ও কাদের সিদ্দিকীর বৈঠক

0
270

খবর ৭১ঃচলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের করণীয় নির্ধারণ করতে বৈঠক করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার বিকালে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ২২ সেপ্টেম্বর ঐক্য প্রক্রিয়া আহূত মহাসমাবেশের প্রস্তুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ওই মহাসমাবেশ হবে।

কোনো কারণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না মিললে বিকল্প ভেন্যু হিসেবে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনও ঠিক করে রাখা হবে এই সমাবেশের জন্য।

শাসক দল আওয়ামী লীগ, তাদের শরিক দলগুলো এবং জামায়াতে ইসলামী বাদে দেশে সক্রিয় ডান-বাম-প্রগতিশীল ঘরানার প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের এতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here