ডিসেম্বরে চালু হচ্ছে প্রবাসী বীমাঃ আমিরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রী

0
500
ডিসেম্বরে চালু হচ্ছে প্রবাসী বীমা
ছবিঃ তিশা সেন, সংযুক্ত আরব আমিরাত।

খবর৭১ঃ

তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম পি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামি ডিসেম্বরেই প্রবাসিদের বীমা চালু হবে। তিনি আরো বলেন, বিদেশের যেখানে বাংলাদেশি বৃহৎ কমিউনিটি আছে সেখানে বাংলাদেশি স্কুল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। শুক্রবার স্থানীয় একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদুল হক।

ডিসেম্বরে চালু হচ্ছে প্রবাসী বীমা
ছবিঃ তিশা সেন, সংযুক্ত আরব আমিরাত।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। ৫২ বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান, ডা. নাজি আকরাম আলাস, আলী আব্দুল্লাহ খুসাইফ, ওবায়েদ হাসান মোতোয়া, শেইখা রাশেদ আলী, কন্সুলেটের ডেপুটি কনসাল শাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান সহ আরো অনেকে। এ সময় ফুজাইরাহতে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ এবং আমিরাতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির নির্মাণ নিয়ে দাবি জানানো হয়। আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সম্পাদক মাহাবুবুল হক, জাহিদ হাসান, বখতেয়ারুল ইসলাম চৌধুরী। দু দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফারুক। পরে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যদের ক্রেস্ট তোলে দেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here