ট্রাম্পের নোংরা কাজকর্মের দায়ভার আমাকে নিতে হচ্ছে:মাইকেল কোহেন

0
400

খবর৭১:ট্রাম্প সত্য কথা বলেন না এবং তার কথা যুক্তরাষ্ট্র তথা বিশ্ববাসী বিশ্বাসও করে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার নোংরা কাজকর্মের দায়ভার আমাকে নিতে হচ্ছে, এটি দুঃখজনক।

ট্রাম্প সত্য কথা বলেন না এবং তার কথা যুক্তরাষ্ট্র তথা বিশ্ববাসী বিশ্বাসও করে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার নোংরা কাজকর্মের দায়ভার আমাকে নিতে হচ্ছে, এটি দুঃখজনক। শুক্রবার (১৪ ডিসেম্বর) আর্থিক নিয়ম ভঙ্গ করার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন। কোহেন বলেন, ‘দুই নারীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ সম্পর্ক আছে- নির্বাচনের আগে এমন গোপন তথ্য চাপা দিতে তিনিই আমাকে নির্দেশ দিয়েছিলেন। তার এ নির্দেশেই নির্বাচনী প্রচারের আগে আর্থিক নিয়ম ভঙ্গ করে তাদের অর্থ দিয়েছিলাম। কিন্তু এখন তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।’ এর আগে বুধবার (১২ ডিসেম্বর) এ অভিযোগের ভিত্তিতে তাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এদিকে ট্রাম্প দাবি করেছেন, তিনি কখনো কোহেনকে আইনভঙ্গ করতে বলেননি। বৃহস্পতিবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘তিনি একজন আইনজীবী। তাই ধরেই নেওয়া যায় তিনি আইন জানেন।’ প্রেসিডেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলতেই কোহেন দোষ স্বীকার করেছেন বলেও ট্রাম্প উল্লেখ করেন। ট্রাম্পের দাবিকে চ্যালেঞ্জ করেন কোহেন বলেন, ‘ট্রাম্পের নির্বাচনী শিবিরে তাকে না জানিয়ে কখনোই কোনো কিছু করা হয়নি।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here