ট্রাম্পের নামই ব্যবসার বাধা বলে কলকাতায় জানালেন জুনিয়র ট্রাম্প

0
269

খবর ৭১ঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র জুনিয়র ট্রাম্প পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসার তদারকিতে ভারতে এসেছেন। তবে কলকাতায় এসে বুধবার তিনি জানিয়েছেন, ট্রাম্প-নামের ধারে ব্যবসার রমরমা তো দূরস্থ, বরং সেই নামের ভারই ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিলাসবহুল আবাসন-হোটেল তৈরি করা সংস্থা ট্রাম্প করপোরেশনের অন্যতম এই কর্তা মঙ্গলবার কলকাতায় পা দিয়েই কলকাতা ট্রাম্প টাওয়ারের অ্যাপার্টমেন্ট ক্রেতাদের সঙ্গে ডিনার সেরেছেন। বুধবার তিনি ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন। এদিন জুনিয়র ট্রাম্প বলেছেন, বাবার সুবাদে  কোনো বাড়তি সুবিধা তাদের নেই বরং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকার বাইরে ব্যবসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিনি আরো বলেছেন, আগে প্রায় ১২ থেকে ১৫টি ব্যবসায়িক প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সবগুলো বাস্তবায়িত করা যায়নি। অবশ্য কলকাতার উষ্ণ আপ্যায়নের পাশাপাশি এখানকার বাজার নিয়ে এ দিন উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রায় ৬২,৪৯১ কোটি রুপির সংস্থাটির অন্যতম কর্তা। কলকাতার সায়েন্স সিটির ঠিক পেছনে তৈরি হচ্ছে সুবিশাল ট্রাম্প টাওয়ার। প্রায় ৬০০ কোটি রুপির বিনিয়োগে এই প্রকল্প গড়ে উঠছে। ইতিমধ্যেই ৭৫ শতাংশ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বুকিং করা শেষ হয়ে গিয়েছে। আড়াই থেকে সাড়ে তিন হাজার বর্গফুটের এক একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে বেশ কয়েক কোটি রুপিতে। অ্যাপার্টমেন্টের সর্বনিম্ন দাম ধার্য করা হয়েছে সাড়ে চার থেকে পাঁচ কোটি রুপি। কলকাতা ছাড়াও মুম্বই, গুরুগ্রাম ও পুনেতে ট্রাম্প টাওয়ার প্রকল্প রুপায়িত হচ্ছে। বোন ইভাঙ্কার মতো সরকারি সফরে নয়, একেবারে ব্যক্তিগত সফরে ট্রাম্প জুনিয়র ভারতে এসেছেন। ভারতে ট্রাম্প করপোরেশনের ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি ভারত-প্রশান্তমহাসাগরীয় কূটনীতির ওপরও বক্তৃতা করবেন। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রিশেপিং ইন্দো-প্যাসিফিক টাই : দ্য নিউ এরা অব কো-অপারেশন’ শীর্ষক বাণিজ্য সম্মেলনেও বক্তৃতা করবেন ৪৫ বছর বয়সী জুনিয়র ট্রাম্প।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here