টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র নতুন নেতা ইরেশ যাকের ও সাজু মুনতাসির

0
428

খবর ৭১ঃ শনিবার শান্তিপূর্ণভাবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (টেলিপ্যাব) দ্বি-বার্ষিক নির্বাচন হয়ে গেল। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন ইরেশ যাকের (৮৭), সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন সাজু মুনতাসির (১০০)। অন্যজোটে সভাপতি পদে মনোয়ার হোসেন পাঠান, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান মুজিব প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। নির্বাচনে অংশ নেয় মোট দুই জোট, প্রার্থী সংখ্যা ছিল ৫৪ জন। ভোটার সংখ্যা ছিল ১৭৯ জন।

এক নজরে নির্বাচনে জয়ীদের তালিকা

সহ-সভাপতি

সাজ্জাদ হোসেন দোদুল (১১১)

জহির আহমেদ ( ৯৭)

আনসারুল আলম লিংকন (৭৭)

যুগ্ম সাধারণ সম্পাদক

রেজাউল হক রেজা (৮৯)

সৈয়দ ইরফান উল্লাহ (৮৬)

সাংগঠনিক সম্পাদক

মোহাম্মদ বোরহান খান (৮৪)

অর্থ সম্পাদক

মোহাম্মদ রফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী)

দপ্তর সম্পাদক

এ কে এম নাহিদুল ইসলাম নিয়াজী

আইন বিষয়ক সম্পাদক

খন্দকার লতিফুর রহমান আজিম

প্রচার ও প্রকাশনা সম্পাদক

দীন মোহাম্মদ মন্টু

ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক

মোহাম্মদ আশরাফুল আলম বাবলু

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

কাজী রিটন
আর্কাইভ বিষয়ক সম্পাদক

মীর ফখরুদ্দীন ছোটন

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক

সেলিম রেজা

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক

আইনুল ইসলাম চৌধুরী চঞ্চল

কার্যনির্বাহী সদস্য

এফ জামান তাপস (১০৯)

বাবুল আহমেদ (১০৩)

(যুগ্ম)- তুহিন বড়ুয়া (৯৪) ও এম রেজাউল করিম সজল (৯৪)

এ এস এম আখতারুজ্জামান (৯৩)

সাদেক সিদ্দিকী (৯৮)

রিয়াজুল রিজু (৯২)

সাঈদ তারেক (৯১)

জাকির খান (৮৩)

এস এম হোসেন বাবলা (৭৯)

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ হাসান ইমাম। তার সহযোগী কমিশনার হিসেবে থাকবেন এসএম মহসিন ও খায়রুল আলম সবুজ। শনিবার রাজধানীর গুলশান ১-এ অবস্থিত ইমানুয়েল কনভেনশন হলে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বলে বিকাল ৫টা পর্যন্ত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here