টাঙ্গাইলে সড়কে ঝরলতিন প্রাণ

0
225

খবর ৭১: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টার দিকে তারাও মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here