টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
266

খবর ৭১ঃ চার বছর টেস্ট সিরিজ না জেতার আক্ষেপ ঘোচাতে চায় টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না অধিনায়ক সাকিব আল হাসান। এ লক্ষ্যে ঢাকা টেস্টেও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এ টেস্টেও সব পরিকল্পনা চার স্পিনারকে ঘিরে। ম্যাচ জিততে অ্যাটাকিং ক্রিকেটের পরিকল্পনা ম্যানেজমেন্টের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।
টেস্ট ইতিহাসে ৫৫ সিরিজে জয় মাত্র তিনটি। ড্র আটটি তার মধ্যে বৃষ্টির কল্যাণে এসেছে চারটি। পরিসংখ্যানে স্পষ্ট সাদা পোশাকে সিরিজ জয় দূরের বাতিঘর টাইগারদের কাছে।
সবশেষ সিরিজে, জিম্বাবুয়ের বিপক্ষে হয়নি তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। সংখ্যাটা বাড়াতে মরিয়া টাইগার অধিনায়ক। ড্র করলেই সিরিজ নিশ্চিত। তবে রক্ষণাত্মক নয় সাকিবের ভাবনায় অলআট্যাক।
স্পিনিং উইকেটে, চারজন স্পিনার নিয়েই উইন্ডিজ বধের পরিকল্পনা। পুরো ফিট হয়ে উঠেছেন সাকিব। তাইজুল-নাঈম-মিরাজও রয়েছেন ছন্দে। তাদের পাফর্মেন্স নির্ভার রাখছে, তবে উইকেট বুঝে তাদের কাজে লাগানোর চ্যালেঞ্জেও নিচ্ছেন সাকিব।
ওয়ানডেতে মাহমুদুল্লাহ-সৌম্যকে দেখা যায় আগ্রাসী ভূমিকায়। পোশাকের সাথে ব্যাটের ধরণও পরিবর্তন করেন এই দুই টাইগার। যা পছন্দ নয় টাইগার ক্যাপ্টেনের। সবাইকে স্বাভাবিক খেলার পরামর্শ।
নিজেদের সেরাটা দেয়ার সাথে ভাবনায় থাকছে উইন্ডিজদের শক্তি সামর্থ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here