জ্বালানি তেলের মূল্য কমতে পারে বিশ্ব বাজারে

0
372

খবর৭১:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে জ্বালানি তেলের উৎপাদনে বাড়াতে সম্মত হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এর ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং জ্বালানি তেলের মূল্য কমতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এর আগে গত সপ্তাহে সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠকে জানিয়েছিলেন বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে তারা পদক্ষেপ নেবেন। এ জন্য তারা প্রয়োজেনে তেলের দৈনিক উৎপাদন ১ কোটি ৮০ লাখ ব্যারেলে উন্নীত করবে। এ সিদ্ধান্ত কার্যকর হলে তেল উত্তোলনে রেকর্ড গড়বে দেশটি। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যটির দামও কমে আসবে।

এদিকে রোববার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে বাজারের ভারসাম্য নিশ্চিত করার জন্য প্রয়োজনে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করবে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ট্রাম্প বলেছেন, তেলের বাজারে আরও সরবরাহের প্রয়োজন হতে পারে। উত্তরে সৌদি বাদশাহ বলেছেন, প্রয়োজনে তিনি তেলের উৎপাদন বাড়াতে রাজি আছেন। দিনে ২০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে দেশটির।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here