জেলিফিসের হামলায় এখন তীব্র আতঙ্ক মুম্বাইয়ের সমুদ্র

0
528

খবর৭১:মুম্বাইয়ের সমুদ্র সৈকতে ব্লু বটল জেলিফিসের হামলায় এখন তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জুহু বিচে গত দুই দিনে ১৫০ জনের বেশি পর্যটক আক্রান্ত হয়েছেন ব্লু বটল জেলিফিসের হামলায়।

সাধারণভাবে বর্ষাকালের মাঝামাঝি সময় মুম্বাইয়ে এই জাতীয় জেলিফিস দেখা যায়। এদের বলে ‘পর্তুগিজ ম্যান-অব-ওয়ার’।
ব্লু বটল জেলিফিসের সংস্পর্শে এলে মানুষের শরীরে ক্ষত তৈরি হয়। আত্মরক্ষার্থে এদের শরীরে বেশ কিছু ধারালো ফুলকো থাকে। সেগুলি শরীরে লাগলে ক্ষত তৈরি করে।

বিষাক্ত এই জেলিফিস গায়ে লাগলে প্রবল চুলকানিও হয়। বেশ কয়েক ঘণ্টা ব্যাথাও থাকে। এই জাতীয় বিষাক্ত জেলিফিসের হামলায় বহু মাছের মৃত্যু খবর শোনা যায়। যদিও এই জেলিফিসের হামলায় মানুষের মৃত্যুর খবর এখনও পর্যন্ত শোনা যায়নি।

জুহু বিচের এক মুখপাত্র জানান, গত দুই দিনে ১৫০ জনের বেশি আহত হয়েছেন। জেলিফিসের হামলায় আহতদের ক্ষতস্থানে দ্রুত লেবু লাগিয়ে দিয়েছে স্বেচ্ছাসেবীরা পর্যটকদের উদ্দেশে তার উপদেশ, আপাতত কিছুদিন সমুদ্র সৈকত ভ্রমণ না করাই ভালো।

স্থানীয়রা বলছেন, ‘প্রতি বছরের এই সময়টায় সমুদ্র সৈকতে জেলিফিস দেখা যায়। বর্ষার সময় এরা প্রজননের জন্য আসে মুম্বাইয়ের উপকূলে। তবে এবছর তাদের সংখ্যা বিগত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি। ‘

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here