জীবন দিয়ে হলেও রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে:জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা

0
257

 

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার- সেবাষ্টিন রেমা বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলকে নিরপেক্ষ ভাবে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে জীবন দিয়ে হলেও রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে। আমরাই পারবো দেশ, জাতি ও রাষ্ট্রকে একটি সুষ্ঠু, সুন্দর অবাধ নিরক্ষেপ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। শনিবার জেলার পলাশবাড়ি এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আসন্ন এ নির্বাচনে ভোট গ্রহন কাজে মনোনীত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাবসহ দিক নির্দেশনা ও সব ধরণের আইনী সহযোগিতা প্রদান করবেন বলে জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি, নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here