জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ২৯ অক্টোবর

0
261

খবর ৭১: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ২৯ অক্টোবর।
আজ মঙ্গলবার এ মামলার শুনানি শেষে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।
বিচারক ড. আখতারুজ্জামান বলেন, ‘গত আড়াই বছর ধরে এ মামলার যুক্তিতর্ক শুনানির দিন দেয়া হয়েছে। কিন্তু বারবার সময় দেয়ার পরও আসামিপক্ষ যুক্তিতর্ক শুনানিতে অংশ নেননি। তাই ২৯ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলবে এবং রায় ঘোষণার দিন পর্যন্ত খালেদা জিয়া এ মামলায় জামিনে থাকবেন।’
রায়ের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরা বারবার সময় আবেদন  করে কালক্ষেপণ করেছে। তারা বিচারিক কোনো কাজে অংশ নেন না। কিন্তু জামিন বাড়ানোর সময় হলেই তারা জামিনের আবেদন করেন।’ আজকেও খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করেছিলেন বলে জানান দুদকের আইনজীবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here