জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না শ্রীলংকা

0
299

খবর ৭১:ত্রিদেশীয় সিরিজের অন্যতম সেরা ফেভারিট দল শ্রীলংকা। বাংলাদেশ ও শ্রীলংকার তুলনায় একটু কম শক্তিধর জিম্বাবুয়ে। তবে অ্যাঞ্জোলো ম্যাথিউসের নেতৃত্বাধীন শ্রীলংকা হালকাভাবে নিচ্ছে না জিম্বাবুয়েকে। বরং শক্তিশালী প্রতিপক্ষ ভেবেই মাঠের লড়াইয়ে অংশ নেবে লংকানরা।

বুধবার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অংশ নেবে শ্রীলংকা-জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাশে দলের বিপক্ষে বাজেভাবেই পরাজিত হয় জিম্বাবুয়ে। তারপরও লংকান অধিনায়ক মানছেন, জিম্বাবুয়েকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। মঙ্গলবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লংকান অধিনায়ক বলেন, জিম্বাবুয়ে এখানে তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে এসেছে। তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ওদের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো খেলেই জিততে হবে।

ত্রিদেশীয় সিরিজের শুরুর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরেছে বলে হিথ স্ট্রিকের শীর্ষদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে লংকান অধিনায়ক বলেন, তারা বাংলাদেশের বিপক্ষে হেরেছে ঠিক আছে। যে কোনো দিন কারো এমন যেতেই পারে। তাই বলে তাকের হালকাভাবে নেয়ার সুযোগ নেই।

প্রথম ম্যাচে হেরে গেলেও সিরিজে ঘুরে দাঁড়াতে সক্ষম জিম্বাবুয়ে। এমনটিই বলছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা, আমরা ভালোভাবে ত্রিদেশীয় সিরিজটা শুরু করতে পারিনি। তবে এখন প্রতিপক্ষ ভিন্ন। আমরা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে খেলব।

 খবর ৭১/ ই:
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here