জাহালমের বিনা অপরাধে তিন বছর কারাভোগের ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বলেছেন আইনমন্ত্রী

0
357

খবর৭১:জাহালমের বিনা অপরাধে তিন বছর কারাভোগের ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে।’ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী। এর আগে সচিবালয়ে নিজ দফতরে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা এসএস. সোকো এশাকে ডাব্লিউ এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।

আইনমন্ত্রী বলেন, ‘জাতীসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টাকে জানানো হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত কোনও ঘটনা ঘটলে তড়িঘড়ি করে তার সমাধান করা হয়। বাংলাদেশ এসব ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়।’

আনিসুল হক বলেন, ‘উনারা (জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা এসএস. সোকো এশাকে ডাব্লিউ এর নেতৃত্বাধীন পাঁচ সদস্য) বাংলাদেশে সাক্ষ্য আইন এবং বৈষম্যনিরোধ আইনের বিষয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সেগুলো নিয়ে বাংলাদেশ কাজ করবে।’

এসময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের কোনও ঘটনা ঘটলে বাংলাদেশ তার ব্যবস্থা নেয় বলে জানান জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা এসএস. সোকো এশাকে ডাব্লিউ এবং ভবিষ্যতেও নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশকে সাক্ষ্য আইন ও বৈষম্যনিরোধ আইন নিয়ে পর্যবেক্ষণ দিয়েছি এবং মন্ত্রী বলেছেন তারা বিষয়টি দেখবেন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here