জামায়াতের ক্ষমা চাওয়া উচিত : নজরুল ইসলাম

0
362

খবর ৭১ঃ মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী কাজের জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বুধবার তাঁতী দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতের ভেতর থেকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে—এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘এই দাবি তো সবার। জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। এ জন্য তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা যেমন যুক্তিসংগত দাবি, তেমনি আরও যুক্তিসংগত দাবি আছে। স্বাধীনতার বিরোধিতা যারা করেছে, অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই।’

বিএনপির এই নেতা বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, তাদেরও জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘যারা অপরাধ করেছে, তাদের সবার ক্ষমা চাওয়া উচিত। আর তারা যদি কোনো দোষ করেন, তাহলে তাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু এ দেশে সেই রীতির প্রচলন নেই।’

জামায়াত বিলুপ্ত করে আলাদা দল গঠন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার।

জামায়াত ২০ দলীয় জোটে নেই- এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘তার জানা মতে, ২০ দলীয় জোটে কোনো পরিবর্তন ঘটেনি। জামায়াতের পক্ষ থেকে তাদের কখনো বলা হয়নি যে, তারা সিদ্ধান্ত নিয়েছে, জোটের সঙ্গে থাকবে না। ’

জামায়াত একটি আলাদা রাজনৈতিক দল উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সেই দলের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, অধিকার ও ক্ষমতা তাদের আছে। কিন্তু জানা মতে, এমন কোনো সিদ্ধান্ত জামায়াত নিয়েছে বলে তারা শোনেননি।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here