জাবির ছাত্রী হলে ট্রাঙ্কে পাওয়া সেই নবজাতকের পিতৃপরিচয় মিলেছে

0
222

খবর ৭১ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষ থেকে ট্রাঙ্কবন্দী অবস্থায় উদ্ধার করা সেই নবজাতকের পিতৃপরিচয় পাওয়া গেছে। তার বাবার নাম রনি মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয়েরই মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচে শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র।
তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। কিন্তু আমার ফোনের সমস্যার কারণে ওই সময়ে সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাই ভয়ে সে এ কাজ করেছে বলে আমি মনে করি।
এজন্য বিষয়টা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার আনুরোধ জানিয়েছেন তিনি।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের হলে এক ছাত্রীর সন্তান প্রসব, ট্রাঙ্কে লুকিয়ে রাখা, সেখান থেকে উদ্ধার ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিয়ে ক্যাম্পাসসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here