জাতীয় মানবাধিকার সমিতির নতুন কমিটি

0
330

খবর৭১:বিশিষ্ট মানবাধিকার সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসাকে চেয়ারম্যান ও মুহাম্মদ মফিজুর রহমান লিটনকে মহাসচিব করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কার্যকরী কমিটি পুন:গঠন করা হয়েছে। আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। আগামী ২০১৭-১৮ অর্থ বছরের কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জেবা আহমেদ খান।

সভায় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির মো. মঞ্জুর হোসেন ঈসা, মুহাম্মদ মফিজুর রহমান লিটন, আব্দুল মতিন, মিনারা, আয়েশা সিদ্দিকা, শওকত সরদার, হায়াত মাহামুদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কমিটি ঘোষণা করা হয়।

চেয়ারম্যান- মো. মঞ্জুর হোসেন ঈসা, সিনিয়র ভাইস চেয়ারম্যান- এম. আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান- মিসেস মিনারা, আব্দুল মতিন, মহাসচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন, যুগ্ম মহাসচিব আয়েশা সিদ্দিকা, তথ্য ও প্রচার সম্পাদক- শওকত সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক- আলহাজ্ব মো. আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক- সানজিদা আক্তার।

উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় : সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, জেবা আহমেদ খান, সাইফুদ্দিন মনি।

পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠন করে সম্মেলনের মাধ্যমে পরিচিতি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here