জাতিসংঘ দূতকে বহিষ্কার করল সোমালিয়া

0
307

খবর৭১:সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের অভিযোগ এনে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। শিগগিরই তাকে সোমালিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে মোগাদিশু সরকার।

সম্প্রতি সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ মহাসচিবের সোমালিয়া বিষয়ক বিশেষ দূত নিকোলাস হেইসমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাই তিনি এখন আর এ দেশে কাজ করতে পারবেন না।

বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, সোমালিয়ায় তৎপরত জাতিসংঘ কার্যালয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণের জন্য তাকে অবাঞ্ছিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সোমালিয়ায় জাতিসংঘ দফতর কোনো মন্তব্য করেনি।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here