জম জমাট ঈদের বাজার, বিদুৎ লোড শেডিংয়ে অতিষ্ট ক্রেতা বিক্রেতা

0
260

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদের বাজার জুমে উঠেছে। প্রতিদিন প্রচুর ক্রেতার আগমন ঘটছে। বিক্রেতারা তাদের ক্রেতাদের অভিরুচি অনুযায়ী বিভিন্ন ধরনের পোষাকে সাজিয়েছে পোষাকে শো-রুমগুলো। এবারে ঈদের পোষাকের তালিকায় নারী, পুরুষের পাশাপাশি রয়েছে বাচ্চার দেশি বিদেশী পোষাক। প্রতিদিন হাজার হাজার ক্রেতার সমাগমে বেলকুচির মুকুন্দগাঁতী মার্কেট যেন জনসমুদ্রে পরিনিত হয়েছে। কিন্তু এই জনসমুদ্র প্রচন্ড গরমের কারনের বেশিক্ষন স্হায়ী হচ্ছে না। মার্কেটের মধ্যে ঠিকমতো বিদুৎ না থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ই অতিষ্ট হয়ে পরেছে। কেনাকাটা করতে এসে অতিরিক্ত গরমের কারনে নারী ও শিশু অসুস্হ হয়ে পরছে। ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, অতিরিক্ত গরমের কারনে ক্রেতারা বেশিক্ষন মার্কেটে থাকতে পারছে না। বিশেষ করে দিনের মধ্যে মাত্র ৩ ঘন্টা বিদুৎ থাকে। বাকী সময়গুলো বিদুৎ না থাকার বিষয়টি ব্যবসায়ের উপর ব্যপক ক্ষতিকর প্রভাব পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা । এ ভাবে যদি বিদুৎ না থাকে তাহলে ক্রেতারা গরমের কারনে মার্কেটে থাকতে পারবে না ফলে ব্যবসায়ে বিশাল ক্ষতির মুখোমুখি হতে হবে। স্হানীয় বিদুৎ অফিসে এ সম্পর্কে জানতে চাইলে তারা বিষটি যান্ত্রীক ত্রুটি ও লোডশেডিং বলে অভিহিত করে। তবে লোডশেডিং বা যান্ত্রীক ত্রুটি যেটাই হোক না কেন দ্রুত এই পরিস্হিতি থেকে মুক্তি কামনা করছে ক্রেতা ও বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here