জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের দাবীতে মানববন্ধন

0
342

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে কলেজের টাকা আত্মসাৎ, অদক্ষতা ও সেচ্ছাচারীতার অভিযোগে তার অপসারনর দাবী করে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক এ টি এম নুরুল মুত্তাকীন, সহকারী অধ্যাপক পাপন্ডব চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, প্রভাষক ফয়ছল কবীর, ফজলুল কাদের চৌধুরী, বিজিত রঞ্জন বৈদ্য, মো: আব্দুল কাহার, প্রতীভা রানী দাস, আবুল কালাম আজাদ, অশেষ কান্তি দে, নিয়াজ আহমদ, আব্দুল বাতেন, নিশিকান্ত দাশ, প্রদর্শক আয়শা সিদ্দিকা, অফিস সহকারী বকুল চন্দ্র রায়, যুব শংকর রায়, শাহানুর আলী, যতিন্দ্র চন্দ্র দাশ, নছির মিয়া, দিলারা বেগম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন জাহিদুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেয়ার পর থেকে কলেজের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ন ভেঙ্গে পড়েছে। তার দুর্নিতীর বিরুদ্ধে সু-নির্শিষ্ট লিখিত অভিযোগ বিভিন্ন দপ্তরে দেয়ার পরও কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়নি। বক্তারা দুর্নিতীবাজ এ অধ্যক্ষের অপসারন সহ তার দুর্নিতীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here