জগন্নাথপুরে শান্তিপূর্নভাবে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন সম্পন্ন

0
358

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন       সম্পন্ন  হয়। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের নারী সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নিয়ে ১আসন থেকে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্যা শান্তনা ইসলাম (মোরগ) প্রতিকে ১৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দি জগন্নাথপুর পৌরসভার মহিলা কাউন্সিলার মিনা রানী পাল (হরিন) প্রতিকে পেয়েছেন ১০ ভোট। পাটলী, মীরপুর ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নিয়ে ২আসন থেকে পাটলী ইউনিয়ন পরিষদের সদস্যা ফেরদৌসী বেগম তানিয়া (রূপচাদা) প্রতিকে ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যা জয়গুন নেছা (হরিন) প্রতিকে পেয়েছেন ৯ভোট। আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নিয়ে ৩আসন থেকে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা সালেহা বেগম (হরিন) প্রতিকে ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্যা সেলিনা বেগম (মোরগ) প্রতিকে পেয়েছেন ৭ ভোট এবং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা রোকসানা বেগম (টেবিল) প্রতিকে পেয়েছেন ৬ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারে দায়িত্বে ছিলেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ও পুলিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারি শিক্ষক অনন্ত পাল। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন শান্তি পূর্নভাবে অনুষ্টিত হয়েছে। যথা সময়ে তাদের ফলাফল ঘোষনা করা হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here