জগন্নাথপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দু-গ্রুপের উত্তেজনা

0
321

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি আজ শনিবার বেলা ২টায় একই স্থানে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর সমাবেশকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর বাজারে একই স্থানে একই সময়ে ইউনিয়ন বিএনপি দু-গ্রুপের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পালনের প্রস্তুতি নেয়া হয়। এনিয়ে গত ২দিন ধরে উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার সমর্থিত গ্রুপ ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লে: কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ, সাবেক সভাপতি পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা সমাবেশের ঘোষনা দেয়। এনিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার জানান, প্রশাসনের অনুমতি নিয়েই পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী সোনাতনপুর বাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উপলক্ষ্যে সমাবেশ সম্পন্ন   হবে। এদিকে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লে: কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ, সাবেক সভাপতি পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার গ্রুপের নেতা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য সৈয়দ জিতু মিয়া জানান, প্রায় ২০দিন ধরে সোনাতনপুর বাজারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উপলক্ষ্যে সমাবেশের প্রস্তুতি নেয়া হয়েছে। যথা সময়ে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী কর্মসূচী শুরু করা হবে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, উপজেলার সোনাতনপুর বাজারে বিএনপির কর্মসূচী পালনের খবর শুনেছি। কোন গ্রুপকে কর্মসূচী পালনের অনুমতি দেয়া হয়নি। তবে আইন শৃংঙখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here