জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে বিশাল জনসভায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

0
485

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। তবে ষড়যন্ত্রকারীদের প্রতি আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। যাতে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধিকে কেউ বাধা গ্রস্থ না করতে পারে। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের অকৃতিম ভালোবাসায় জীবনের শেষ সময়ে পাশে থেকে কাজ করে যেতে চাই, সে জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অসহায় জনগোষ্টির কল্যানে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি দেশের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন শেষে ইউনিয়ন পরিষদের আয়োজনে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম ও অলি রাহমানের যৌথ পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট হোসেন আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য খালিদ হাসান খালেদ, প্রধান শিক্ষক রজত কান্তি দাশ প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিহাব উদ্দিন। জনসভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফকরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম, ছালেহ হক, যুবলীগ নেতা আবু তাহের রুহান, এমদাদ আহমদ, জুবেদ খান, ইব্রাহিম আলী, ফারুক আহমদ, দিলদার মিয়া মিঠু, রাসেল চৌধুরী, আবু জিলানী আবু, কামরুল বক্্র, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাছির, মুহিবুর রহমার লিটু, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উদ্দিন ছিলেন। পরে ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৯জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন বাজার এবং স্কুল মাদ্রাসা কলেজে ৪৩টি ডাসবিন বিতরন করেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
খবর ৮২/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here