জগন্নাথপুরে চুরির মামলায় স্বাক্ষি দেয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

0
587

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুরে চুরির মামলায় স্বাক্ষি দেয়ার অপরাধে বুধবার রাত ৮টায় স্যাটেলাইট ক্যাবল সার্ভিস ব্যবসায়ী আঙ্গুর মিয়া (৪২) কে সন্ত্রাসীরা হামলায় চালিয়ে আহত করেছে। তাকে গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আঙ্গুর মিয়া উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত খতিব উল্ল্যার পুত্র। এ ঘটনায় আহত আঙ্গুর মিয়ার ভাই কাওছার আহমদ দিলু বাদি হয়ে নাদামপুর গ্রামের আজর আলীর পুত্র জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাযায়, প্রায় ২বছর পূর্বে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত ইছমত উল্ল্যার কবির মিয়া (৩৫) কে একটি নৌকা চুরির মামলায় পুলিশ গ্রেফতার করে। ঐ মামলায় আহত ব্যবসায়ী আঙ্গুর মিয়া আদালতে সাক্ষ্য দেয়ায় নৌকা চোর কবির মিয়া ও তার আত্মীয় স্বজন ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রতিশোধ নিতে বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে। বুধবার রাত ৮টায় আহত আঙ্গুর মিয়া নাদামপুর গ্রামের নাগেরখাল সংলগ্ন তাদের নিজ জমিতে পানি নিস্কাশনের কাজ করারত অবস্থায় নাদামপুর গ্রামের মৃত ইউনুছ উল্ল্যার পুত্র কালা মিয়ার নেতৃত্বে কবির মিয়া ও জাহাঙ্গীর মিয়াসহ ৬/৭জনের একটি দল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আঙ্গুর মিয়াকে প্রানে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায়। এসময় আঙ্গুর মিয়ার চিতকারে হাওরের জমিতে কাজে থাকা অন্যান্য লোকজন ছুটে এল হামলাকারীরা পালিয়ে যায়। আহত আঙ্গুর মিয়াকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here