জগন্নাথপুরে এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরনে সেবা সপ্তাহের উদ্বোধনী সভা অনুষ্টিত

0
232
OLYMPUS DIGITAL CAMERA

জগন্নাথপুর প্রতিনিধি:-
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” প্রতিপাদ্যে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরন যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্য উপলক্ষ্যে জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে সেবা সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন, সিলেট টিটিসি, মহিলা টিটিসি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিলেটের আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি বলেছেন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ ঘোষনা দেয়া হয়েছে। এটা যেন পেছনের দিকে না যায়। তিনি ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বে যেতে চায় উল্লেখ করে সকল নাগরিকদের শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। তিনি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের সেবা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং সুন্দর আয়োজনের জন্য জগন্নাথপুর উপজেলা প্রশাসনের প্রতি অভিনন্দন জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর পরিচালক ড. নুরুল ইসলাম। জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র পরিচালনায় বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর সিলেটের সহকারি পরিচালক মীর কামরুল হোসাইন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, কলকলিয়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আব্দুল হাশিম, দৈনিক সবুজ সিলেট ও দৈনিক ইত্তেফাক জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সৈয়দ মোস্তাক আহমদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা মতস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মোখলেছুর রহমান, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সার্ভে কর্মকর্তা কাজল সরকার, জগন্নাথপুর উপজেলা সহকারি প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেব, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলী, জগন্নাথপুর উপজেলা ট্যাকনেশিয়ান অরুপ সরকারসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যেক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পূর্বে সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষনা করে প্রজেক্টরের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত করা হয়। এদিকে স্বল্প উন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরন যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যে উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পর্যায়ে ৫দিন ব্যাপী সেবা সপ্তাহ উদযাপন করা হবে। আজ বুধবার আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলার প্রত্যেক বিভাগ, দপ্তর কর্তৃক সেবা প্রদানমূলক কার্যক্রমের উপর প্রামান্যচিত্র উপস্থাপন করা হবে। ২২মার্চ সকল বিভাগ, দপ্তর, সংস্থার উপকারভোগীসহ স্থানীয় সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে বর্নাঢ্য শোভাযাত্রা আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ প্রতিটি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন বিভাগ কর্তৃক বাস্তবায়িত উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্টিত হবে। ২৪মার্চ শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। ২৫মার্চ প্রীতি ফুটবল প্রতিযোগিতা কর্মকর্তা, কর্মচারী বনাম স্থানীয় জনগনের মধ্যে অনুষ্ঠিত হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here