জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনে শেষ মুহুর্তে সরগরম প্রচার-প্রচারনা

0
367

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচন ৩ অক্টোবর বুধবার অনুষ্টিত হবে। উপ-নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনে ফুটবল প্রতিক নিয়ে কামিনীপুর গ্রামের মিজানুর রহমান, তালা প্রতিক নিয়ে গোয়ালকুড়ি গ্রামের মো: আবু শাকের ও মোরগ প্রতিক নিয়ে সামাট গ্রামের সৈয়দ আমিনুর রহমান প্রতিদ্বন্দীতা করছেন। প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় এলাকা সরগরম হয়ে উঠেছে। উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলান নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান জানান, আগামী ৩ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্টিত হবে। সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বুথে ১হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচন অনুষ্টানের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাবের মোবাইল টিম ও পুলিশের স্টাইকিং ফোর্স সহ কেন্দ্রে আইন শৃংখলা বাহিনী সদস্যরা নিয়োজিত থাকবেন।
উল্লেখ্য, পাটলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সাধারন সদস্য মতিন আহমদ চলতি বছরের ৭ আগষ্ট স্বেচ্ছায় পদত্যাগ করায় ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষনা করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here