ছোলা-মুড়ি ও পেঁপের জুস দিয়ে ইফতার করেছেন খালেদা জিয়া

0
398

খবর ৭১: অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোজা রেখেছেন। শুক্রবার প্রথম রোজায় তিনি কারা কর্তৃপক্ষের দেয়া খাবার দিয়ে ইফতার সেরেছেন।

কারা সূত্র জানায়, খালেদা জিয়ার ইফতারে ছোলা, মুড়ি, বুট বেগুনি, আলুর চপ, খেজুর, পেঁয়াজু, ও কিছু ফল ছিল। শুক্রবার রাতে সেহরি খাবার জন্য খালেদা জিয়াকে শিং মাছ, মুরগীর মাংস, সবজি ও ডাল দেওয়া হয়।

এছাড়া আজ শনিবার সেহরিতে খালেদা জিয়াকে রুই মাছ, মুরগীর মাংস, সবজি ও ডাল। ইফতারে তেমন কোনো পরিবর্তন হবে না।

একজন কারা কর্মকর্তা জানান, ইফতারের মেনুতে শরবত থাকলেও খালেদা জিয়া তা পান করেন না। তিনি পেঁপের জুস পান করেন। তাকে তাই দেওয়া হয়েছে। এছাড়া তিনি বাইরের খাবরও খান না। ওই কর্মকর্তা বলেন, সেহরি ও ইফতারের খাবার কারাভ্যন্তরে কারা বাবুর্চি রান্না করেন। বাইরে থেকে কোনো খাবার আনা হয় না। তিনি আরো বলেন, খালেদা জিয়া নামাজ পড়েন। তবে অসুস্থ হওয়ায় তারাবির নামাজ ৮ রাকাত পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here