ছাত্রদলের ভোটারদের ভোট দিতে বাধা দেয়া অভিযোগকে বলে উড়িয়ে দিলেন ছাত্রলীগ সভাপতি

0
367

খবর৭১ঃছাত্রদলের ভোটারদের ভোট দিতে বাধা দেয়া অভিযোগকে বলে উড়িয়ে দিলেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, ‘লাইনে যারা দাঁড়াচ্ছে তারাই ভোট দিতে পারছে। তাদের (ছাত্রদল) এই অভিযোগগুলো গুজব হিসেবেই দেখা হচ্ছে।’

সোমবার ( ১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হাজী মোহাম্মদ মুহসিন হল কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের ভোটের পরিবেশ সম্পর্কে শোভন বলেন, ‘হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম। এখানে সকাল থেকে শিক্ষার্থীরা আছেন লাইন ধরে। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে তা মহসিন হলের পরিবেশ দেখে বুঝা যাচ্ছে।’

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া প্রসঙ্গে শোভন বলেন, বিষয়টা আমি জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা এসব দেখবে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও এসময় জানান শোভন।

এদিকে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী মেস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন, ‘আমাদের বিভিন্ন প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। গেটগুলোর নিয়ন্ত্রণ পুরোটা প্রশাসনের হওয়ার কথা থাকলেও আমরা দেখছি পুরো নির্বাচনের পরিবেশ ছাত্রলীগের নিয়ন্ত্রণে। ভোট কেন্দ্রে কৃত্রিম একটি লাইন তৈরি করে রাখা হয়েছে। লাইনে যারা দাঁড়িয়েছেন তারা অন্য ভোটারদের লাইনে প্রবেশ করতে দিচ্ছেন না।’

খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here