ছাতক-আমবাড়ী সড়কে পাথরবাহী ট্রাক ও নদীতে বাইব্রেটর মেশিন বন্ধে ইউএনও বরাবরে আবেদন

0
476

ছাতক প্রতিনিধিঃ
ছাতক-আন্ধারীগাঁও-সুনামগঞ্জ সড়ক ও সড়কের পাশে পাথর ডাম্পিং করে ব্যবসা পরিচালনা করার কারনে হুমকির মুখে পড়েছে সড়কটি। কতিপয় ব্যবসায়ী বিভিন্ন এলাকা থেকে ভারি ট্রাক যোগে পাথর এনে মল্লিকপুর-মাছুখালী এলাকায় সড়কের পাশে ডাম্পিং করে ব্যবসা পরিচালনা করায় ছাতক-আন্ধারীগাঁর সড়কে যানজটের পাশাপাশি সড়কটি ক্রমেই ভেঙ্গে খানা-খন্দে পরিনত হচ্ছে। পাশাপাশি ডাম্পিংকৃত মাটি মিশ্রিত টিলার এসব লাল পাথর সুরমা নদী বাইব্রেটর ও ওয়াশিং মেশিন দ্বারা লোডিং-আনলোডিংয়ের ফলে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। বিষয়টি সরজমিনে পরিদর্শন পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহনে গতকাল রোববার এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, ছাতক আমবাড়ী সড়কের মাছুখালী, মল্লিকপুর এলাকায় ট্রাক যোগে পাথর এনে ডাম্পিং করছে কতিপয় ব্যবসায়ী। ৫০-৬০টন লোড নিয়ে শ’ শ’ ট্রাক-লরি পাথর পরিবহনে নিয়োজিত রয়েছে। রাতে পাথরবাহী ট্রাকের সংখ্যা মাত্রাতিরেক বেড়ে যায়। ছাতক-আন্ধারীগাঁও-আমবাড়ী সড়কটি পাথরবাহী ট্রাক চলাচলের কারনে এখন বিপজ্জনক হয়ে উঠেছে। যেকোন সময় সড়কটি যান চলাচলের অনপোযোগী হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। বিভিন্ন টিলার কর্দমাক্ত লাল পাথর বড়-বড় ট্রাক যোগে এখানে এনে ডাম্পিং করা হচ্ছে। পরে এসব কর্দমাক্ত পাথর ভ্রাম্যামান ওয়াস মেশিনে ওয়াস করে নৌকায় বা কার্গোতে লোর্ডিং করে বিক্রি করা হচ্ছে। কর্দমাক্ত পাথর ওয়াসের ফলে সুরমা নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। জনবসতি এলাকায় ওয়াসিং মেশিন ব্যবহারে শব্দ দূষনের শিকার হচ্ছে গ্রাম্য এলাকার মানুষ। ওয়াসিংয়ের ফলে পাথরের সাথে থাকা ডাস্ট পানির সাথে মিশে ক্রমেই নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। অবৈধ ওয়াসিং ও বাইব্রেটর মেশিন বন্ধ না হলে এক পর্যায়ে নদীপথে এখানের ব্যবসা-বানিজ্য ও নৌ-চলাচলও হুমকির মুখে পড়বে। ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। বর্তমানে তারা সরকারী সড়ক দখল করে পাথর ডাম্পিং করতে দ্বিধাবোধ করছে না। এভাবে নিয়মিত ট্রাকযোগে পাথর পরিবহন করা হলে কয়েক সপ্তাহর মধ্যেই সড়কটি ভেঙ্গে ছাতকের সাথে সুনামগঞ্জ জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। স্থানীয় লোকজন সড়কের উপর ও সড়ক সংলগ্ন সরকারী ভুমিতে পাথর ডাম্পিং ও ট্রাকযোগে পাথর লোডিং-আনলোডিং এবং নদীতে ভ্রাম্যমান ওয়াসিং মেশিন বন্ধ করার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here