ছাতকে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

0
264

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ

ছাতকে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য অসিত কুমার দাস, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, ফটো গ্রাফার আমির আলী প্রমুখ। এসময় মৎস্য অফিসের আব্দুল আওয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সমপ্রসারণ প্রকল্পের আওতায়(২য় পর্যায়) উপজেলা ছৈলা-আজলাবাদ ইউনিয়নের সরিষপুর বটেলখাল নদীতে ভাসমান খাঁচায় মৎস্যচাষ পরিদর্শন করেন এবং খাঁচায় তেলাপিয়া চাষের উপকারীতা ও লাভজনক দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক। এ সময় মৎস্যচাষীদের দলনেতা নিসু দাস, সদস্য সচিব শাহ মুজিবুর রহমান, সদস্য সুশান্তী দাস, শেলী রানী দাস, জ্যোতিকা দাস, উর্মিলা দাস, নিপেন্দ্র দাসসহ সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here