ছাতকে ভূমি অফিসে সংঘর্ষে তহশিলদারসহ ১০ ব্যক্তি আহত

0
289

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ:

ছাতকে ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান ও তহশিলদারসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (১৮ মার্চ) বিকেলে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তহশিলদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ভূমি অফিসের তহশিলদার চন্দ্রনাথ রায়ের টেবিলে উপজেলার নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা ও বাগবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র অমিতের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে দু’জন সংঘর্ষে জড়িয়ে পড়লে সহকারী তহশিলদার মধ্যস্থতা করতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। তাঁকে ছাতক হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় অফিস ভাংচুর ও ফাইলপত্র তছনছ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সময় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আখলাকুর রহমান, গয়াছ আহমদ ও দেওয়ান পীর আব্দুল খালিক রাজা উপস্থিত ছিলেন। ছাতক থানার এসআই সফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে এসিল্যান্ড সোনিয়া সুলতানা সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করলেও কি কারণে ঘটনা ঘটে তা বলেন নি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here