ছাতকে বিল দখল নিয়ে আবারো সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ২০

0
313

হাবিবুর রহমান নাছির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বিল দখলকে কেন্দ্র করে আবারো দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২০ ব্যক্তি আহত হয়েছে। বুধবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুড়া-চাতল বিলের ভোগ দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জনসহ ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রাউলী গ্রামের বাসিন্দা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিক মিয়া বিল লিজ গ্রহনের মাধ্যমে ভোগদখল করে আসছিল। এক পর্যায়ে মঈনপুর গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়ার সাথে বিল দখল নিয়ে সাদিক মিয়ার বিরোধের সৃষ্টি হয়। বুধবার সকালে সায়েস্থা মিয়া ও তার পক্ষের লোকজন জোরপূর্বক বিল দখল করতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি গুলি বর্ষনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ ব্যক্তি আহত হয়। গুলিবিদ্ধ দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের বাসিন্দা আব্দুল কদ্দুছ (৬৫), ইসরাইল আলী(৩২) ও মহরম আলী(২৫)সহ আহত বিরাম আলী(৮০), কবির মিয়া(২৮) ও নিজাম উদ্দিন(১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর নুর, দুদু মিয়া, সিজিল মিয়া, মুজিব, ইয়াকুব আলীসহ আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে রোববার রাতে বিল দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম এ ব্যাপারে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here