ছাতকে প্রাথমিক শিক্ষা অফিসে লোকবল সংকট কার্যক্রম ব্যাহত

0
238

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জঃ
ছাতকে প্রাথমিক শিক্ষা অফিস লোকবল সংকটে স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম।শিক্ষা অফিস সূত্রে জানাযায়, ছাতক উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট ১৮৪ টি এতে প্রধান ও সহকারী শিক্ষকের সংখ্যা৯৮৬ জন।একটি গুরুত্বপূর্ন দপ্তরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য লোকবল প্রয়োজন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস জানান তাঁর দপ্তরে কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদে ১৫জন স্টাফ থাকার কথা কিন্তু সেখানে রয়েছে আমি সহ মাত্র ৪ জন।১জন উচ্চমান সহকারী ডেপুটেশনে প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে এখন কর্মরত,এত কমসংখ্যক লোকবলের মাধ্যমে এই গুরুত্বপূর্ন দপ্তরটি পরিচালনা করতে খুবই হিমশিম খেতে হচ্ছে।সহকারী শিক্ষা অফিসার পদে ৮জন থাকার কথা সেখানে রয়েছ ১জন, ১জন মাত্র হিসাব সহকারী দিয়ে দপ্তরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।অফিস সহকারী ৩জন থাকার কথা সেখানে ৩ পদই শুন্য,এমএলএসএস পদটিও শুন্য রয়েছে দীর্ঘদিন যাবৎ।এতে করে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সুষ্ট মনিটরিং ও তদারকি করতে অনেকটাই হিমসিম খেতে হচ্ছে চলতি দায়িত্বরত ১জন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারের ।একদিকে প্রশাসনিক কাজ সামলাতে ব্যস্থ থাকতে হয়,অন্যদিকে অফিসিয়াল কর্ম সম্পাদন করতে বা জেলা শিক্ষা অফিসের বিভিন্ন ফাইল ডকুমেন্ট জরুরী ভিত্তিতে প্রেরন বিষয়ক অনেক কার্যাদি সমপন্ন করতে হয়। ফলে শিক্ষার কাংক্ষিত মান ধরে রাখার জন্যে শূন্য পদ পূরণ কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিধ মহল।ছাতক সদর হতে বেশ’কটি ইউনিয়নের স্কুলের অবস্থান অনেকটা দুরে বিধায় লোকবল সংকটের কারণে সঠিকভাবে স্কুল পরিদর্শন করাও যাচ্ছে না ফলে ব্যাহত হচ্ছে সার্বিক মান।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস বলেন সহকারি শিক্ষা কর্মকর্তার ও পদ শূণ্য বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের লিখিত আকারে বলেছি তবে প্রক্রিয়া চলমান আছে ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here